বলিউডের শেষ স্টার মানেই একটাই নাম শাহরুখ খান (Shahrukh Khan)। একবার অনুপম খেরকে (Anupam Kher)দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলে নিজেই এই কথাটা বলেছিলেন দেশের রোম্যান্টিক আইকন। ৫৮ বছরে দাঁড়িয়ে আজও যে হারে পরিশ্রম করতে পারেন তিনি সেটা তরুণ প্রজন্মের কাছে যথেষ্ট শিক্ষণীয়। গত বছরেও ব্যাক টু ব্যাক তিনটে সুপারহিট সিনেমা (Pathan, Jawan & Dunky) উপহার দিয়েছেন তিনি। সেই শাহরুখ খান (SRK) এবার বিরতি চাইলেন! কেন? কিং খান কি ফের অসুস্থ হয়ে পড়লেন?


বলিউড বাদশা শুধু মহাতারকা নন তিনি নয়ের দশকের প্রেমের আবেগ, মিলেনিয়ামের আকর্ষণ। ২০২৪ সালেও ক্যারিশ্মা এতটুকু নষ্ট হয়নি। পিঠের সমস্যা নিয়ে মাঝের বেশ কিছু বছর যথেষ্ট ভুগেছেন। তার সঙ্গে একের পর এক ফ্লপ সিনেমার জেরে ভেঙ্গে পড়েছেন। কিন্তু হেরে যাননি। বাজিগরের মতো ফিরে এসেছেন। তবে এবার একটু থামকে চান কিং। সম্প্রতি শাহরুখ খান (Shahrukh Khan)এক সাক্ষাৎকারে বলেন, “গত বছর আমার পর পর তিন ছবি মুক্তি পেয়েছে। মানে বুঝতেই পারছেন, আমি একেবারে সময় পাইনি। তাই এবার একটু বিশ্রাম নিচ্ছি। আমি আমার টিমকে কথা দিয়েছি, যে এবার সব ম্যাচ আমি দেখব। তাই করতে পারছি। কারণ একটাই, আমার এখন কোনও শুটিং নেই। আমার কোনও তাড়া নেই। আগামী ছবির কাজ শুরু হবে জুলাই কিংবা অগাস্টে। তিনটি ছবি পর পর করে সামান্য ক্লান্ত হয়ে গিয়েছি। তাই একটু বিরতিতে আছি এখন।”

অর্থাৎ এই কথাতেই পরিস্কার যে শাহরুখ শারিরিকভাবেও সুস্থ আছেন এবং অভিনয়ও ছাড়ছেন না। শুধু নিজেকে আর পরিবারকে সময় দিতে ক্যামেরা থেকে দূরে থাকতে চান আগামী কয়েকমাস।









































































































































