‘বিদায়’ জানালেন রূপঙ্কর! ফেসবুক পোস্ট ঘিরে ধোঁয়াশা

0
2

কী হয়েছে রূপঙ্করের (Rupankar Bagchi)? গান গাওয়া ছেড়ে দিচ্ছেন গায়ক? বাংলার সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর স্যোশাল মিডিয়া পোস্ট (Social Media post)ঘিরে সকাল থেকেই দুশ্চিন্তায় অনুরাগীরা। মঞ্চে গান গাওয়ার একটি ছবি পোস্ট করে গায়ক ক্যাপশনে লেখেন, ‘বিদায়’। কেন এমন শব্দ বাছলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক তাই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

রূপঙ্কর এমনিতেই ফেসবুকের ‘ভাইরাল’ টপিক। তিনি কিছু লিখলে বা পোস্ট করলে সেটা সহজেই আলোচনার শিরোনামে চলে আসে। সেই সোশাল মিডিয়ায় বিদায় শব্দ লিখে, কী বোঝাতে চাইলেন রূপঙ্কর? এব্যাপারে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন শিল্পী। এরপরই কমেন্টের বন্যা। কেউ কেউ মনে করছেন আর গান গাইবেন না রূপঙ্কর। তাই কেউ দুঃখ প্রকাশ করেছেন আবার কেউ কেউ বলছেন এটা ‘ বিদায়’ গানের কথা বোঝাতেই লেখা হয়েছে।