আগামিকাল যুবভারতীতে মুম্বইয়ের বিরুদ্ধে নামার কী বললেন বাগান কোচ হাবাস?

0
5

আগামিকাল আইএসএল ফাইনাল। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। এই মুম্বইকে হারিয়ে সম্প্রতি লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের দল। এবার বাগানের লক্ষ্য আইএসএল চ্যাম্পিয়ন হওয়া। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন বাগান কোচ। বললেন বৃত্ত সম্পূর্ণ করতে হবে।

সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন, “ আগামিকাল আমাদের বৃত্ত সম্পূর্ণ করতে হবে। এবং চলতি মরশুমের টার্গেট পূর্ণ করতে হবে। আমি দলে যোগ দিয়েছিলাম যখন, সেই সময়েই ছেলেদের বলেছিলাম লিগ এবং ট্রফি জিততে হবে। ছেলেরা ওদের কাজটা জানে। ফাইনাল জিতে বৃত্ত সম্পূর্ণ করার সুযোগ পাচ্ছি আমরা আগামিকাল।”

মুম্বই সিটি এফসিকে হারিয়েই লিগ-শিল্ড খেতাব জিতেছে মোহনবাগান। চেনা শত্রুর মুখোমুখি ফের ফাইনালে হাবাসের দল। কাজটা কি কিছুটা সহজ হবে? এর উত্তরে হাবাস বলেন, “দুটো ম্যাচের মধ্যে পার্থক্য রয়েছে। আগের ম্যাচ আর এই ম্যাচের মধ্যে কোনও মিলই নেই। খেতাব জিততে হলে আমাদের হারানোর সুযোগ ওদের সামনে রয়েছে। আবার আমাদেরও সুযোগ রয়েছে। দুটো ম্যাচ কখনওই এক নয়। প্রতিটি ম্যাচের চরিত্রই আলাদা। ফাইনালের প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত আমাদের ফোকাস রাখতে হবে। ফোকাস সরিয়ে নিলে চলবে না।‘

আগামিকাল ফের যুবভারতীতে ম্যাচ। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় সমর্থকদের সমর্থনে এগিয়ে থাকবে ? এর জবাবে হাবাস বলেন, “ মুম্বইয়ে একটা ফাইনাল আগে খেলেছি। গোয়ায় আরও একটি ফাইনাল খেলেছি। তবে এবারের ফাইনাল সব অর্থেই আলাদা। আমাদের ঘরের মাঠেই খেলতে নামব। আমাদের সঙ্গেই রয়েছেন সমর্থকরা। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে ফাইনালে কেউই ফেভারিট থাকে না। আমরাও ফেভারিট হতে চাই না। প্রতিটি ম্যাচই চরিত্রগত দিক থেকে আলাদা। প্রথম মুহূর্তে একটা মুভমেন্ট ম্যাচের ইতিহাসটাই বদলে দিতে পারে। আমার মতে কোনও একটা দলকে ফেভারিট হিসেবে বলা সত্যিই কঠিন। বিশাল সংখ্যক দর্শকদের উপস্থিতির জন্য আমাদের অ্যাডভান্টেজ। তবে সমর্থকরা তো আর মাঠে নেমে খেলবেন না।”

আরও পড়ুন- ‘দল চ্যাম্পিয়ন হলে ফের হবে স্টেনগান সেলিব্রেশন’, ISL ফাইনালের আগে বার্তা বাগানের প্রাক্তন তারকা সনি নর্ডির