তাপস রায়কে পাশে বসিয়েই সুদীপের হয়ে ভোট চাইলেন কুণাল

0
2

কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে (Tapas Roy) মঞ্চে পাশে বসিয়েই নিজের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের(Sudip  Bandopadhyay) হয়ে ভোট চাইলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। মে দিবসের সকালে উত্তর কলকাতায় একটি অরাজনৈতিক সংগঠনের রক্তদান শিবির। তবে মঞ্চের ফ্রেমে মিশে গেল রাজনীতি। পাশাপাশি তৃণমূল ছেড়ে কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়া তাপস রায় এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর তাপসকে পাশে বসেই দলীয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চাইলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

বুধবার মে দিবস উপলক্ষ্যে শ্যামসুন্দরতলায় রক্তদান শিবিরের আয়োজন করে ৩৮ নম্বর ওয়ার্ডের একটি ক্লাব। অনুষ্ঠানে অতিথি হিসেবে একইসঙ্গে আমন্ত্রিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ এবং বিজেপি প্রার্থী তাপস রায়। কুণাল যখন পৌঁছন, তখন তাপস রায়ের বক্তৃতা শেষ হয়ে গিয়েছে। এরপর বলতে উঠে তৃণমূলের রাজ্য সম্পাদক এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য অগ্নিবীণা ক্লাবকে অভিনন্দন জানান। তারপরেই রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি তাপস রায় সম্পর্কে কুণালের মন্তব্য, ‘‘জনপ্রতিনিধি তাপস রায়ের সম্পর্কে আমার কিছু বলার নেই। উনি যত দিন জনপ্রতিনিধি ছিলেন, তত দিন মানুষকে পরিষেবা দিয়েছেন। মানুষ যখন তাঁকে ডেকেছেন তখন পেয়েছেন।’’ আক্ষেপের সুরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘‘আমরা তাপস রায়কে এক পরিবারে রাখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, পারিনি। আজকে উনি অন্য দলের প্রার্থী। আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব। এটা আমাদের কাছে নীতির লড়াই। আমরা তৃণমূল প্রার্থীর হয়ে লড়ব।’’

তারপরেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের। তাঁর বার্তা, ‘‘এখানে কোনও ছাপ্পা ভোট হবে না। যাঁর ভোট তাঁকে দিতে দিন। মানুষ ঠিক করে নিন, কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনও ছাপ্পা হয়, জেনে রেখে দেবেন তৃণমূল নেতৃত্বই বারণ করবে, কোনও অবস্থায়, কোনও বুথে মানুষের ইচ্ছার বিরুদ্ধে একটা ভোটও যেন না পড়ে।’’

অনুষ্ঠান শেষে সাংবাদিক বৈঠকের কুণাল ঘোষ দেবকে খোঁচা দিয়ে বলেন, “দেব যদি উদার হতে পারে, আমি উদারতার বৃষ্টি করতে পারি।” অনুষ্ঠান প্রসঙ্গে কুণালের মত, শেষ মুহূর্তেই তিনি অনুষ্ঠানে যাওয়া সিদ্ধান্ত নেন। তাপস রায় তাঁর দীর্ঘদিনের অত্যন্ত পরিচিত রাজনীতিবিদ। জনপ্রতিনিধি হিসেবে তাপসকে এলাকার মানুষ সব সময় পাশে পেয়েছেন। এরপরেই তৃণমূলের সাধারণ সম্পাদকের সংযোজন, তাপস ভালো মানুষ বলেই দল তাঁকে রাখতে চেয়েছিল।

কুণালের মন্তব্য নিয়ে তাপস রায়ের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে, তিনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের অকুণ্ঠ প্রশংসা করেন। বলেন, “আমি বাহান্ন বছর ধরে রাজনৈতিক কর্মী। সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছি। জনপ্রতিনিধি হিসেবে আমার দরজা উন্মুক্ত থাকে। কুণালকে দীর্ঘদিন ধরেই চিনি। খুবই ভালো ছেলে। আমি অবাক হয়ে যাই ওর মহানুভবতা দেখে। বিনা কারণে দু’বছর দশমাস জেলবন্দি থাকার পরেও যেভাবে ও তৃণমূলের সঙ্গে আছে, তাদের ব্যাক করছে- এটা আমি ভাবতেই পারি না।”