গায়ক অরিজিতের (Arijit Sing)গলায় মুগ্ধ বিশ্ব। তাই দেশের বাইরেও তুমুল জনপ্রিয় এই বলিউড শিল্পী। কিন্তু দুবাইয়ে কনসার্টে গিয়ে যে এমন ঘটনা ঘটবে তা আশা করেননি গায়ক। মঞ্চ মাতাচ্ছেন অরিজিৎ সিং (Arijit Sing),আর দর্শক আসনে বসে আছেন সেলেব্রেটিরা- এটা যেন খুব চেনা ছবি। আর গায়ক নিজেও সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গান গাওয়ার মাঝেই। কিন্তু পাকিস্তানি অভিনেত্রীকে চিনতে পারলেন না ‘গেরুয়া’ গায়ক! আসলে বিদেশে অরিজিতের গান শুনতে যান পাক ‘ রইস’ অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan)। সামনেই বসেছিলেন তিনি। কিন্তু একঝলকে গায়ক তাঁকে চিনতেই পারলেন না। পরে বুঝতে পেরে দর্শকের সঙ্গে মাহিরার পরিচয় করিয়ে দেন তিনি নিজেই। তবে গোটা বিষয়টা সমাজমাধ্যমের নজরে আসতেই বেশ শোরগোল পড়ে গেছে।

অরিজিতের মতো নম্র- ভদ্র একেবারে সাদামাটা জীবনযাত্রা খুব কম সেলিব্রেটির রয়েছে। কণ্ঠের জাদুর পাশাপাশি স্বভাবের জন্যও তিনি বেশ বিখ্যাত। শোয়ের মাঝে গান থামিয়ে অরিজিৎ বলেন “আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। ‘জ়ালিমা’ গানটা গাওয়ার সময় মাহিরা নিজেও গাইছিলেন। কিন্তু, প্রথমে আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত ম্যাম।” এই ঘটনা ছড়িয়ে পড়তেই সকলেই বলছেন এটাই শিল্পীর আসল বৈশিষ্ট্য। অরিজিৎ প্রশংসায় পঞ্চমুখ মাহিরা। তাঁর কথায়, ‘একরাশ মুগ্ধতা নিয়ে ফিরলাম । ঈশ্বরের হাত রয়েছে ওঁর উপর। এত বড় শিল্পী হয়েও এতটাই নিরহঙ্কার! এভাবেই থেকো।’









































































































































