দ্বিতীয় দফার নির্বাচন (Second phase of Loksabha Election 2024) শুরু হতে না হতেই ইভিএম (EVM mishaps) মেশিন নিয়ে অসন্তোষ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে এদিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সকাল ভোট দিয়েছেন দার্জিলিং-এর তৃণমূল প্রার্থী গোপাল লামা (Gopal Lama)এবং রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)।
 
আঁটোসাঁটো নিরাপত্তা এবং ৯৯.৫% বুথে ওয়েবকাস্টিং নিয়ে ভোট শুরু হলেও ইভিএমে গন্ডগোলের অভিযোগ আনছে ঘাসফুল শিবির। মূলত বালুরঘাট এবং রায়গঞ্জের ক্ষেত্রেই বেশি অভিযোগ জমা পড়েছে বলে নির্বাচন কমিশন (EC ) সূত্রে খবর।

তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে বালুরঘাটে ৬টি পঞ্চায়েতে ইভিএম ঠিকমতো কাজ করছে না। কয়েকটি পঞ্চায়েত এলাকায় কারচুপির অভিযোগ উঠছে। বালুরঘাটের কালিকাপাড়া রামকৃষ্ণপুর জাকিরপুর, নাজিরপুরে ইভিএম নিয়ে অভিযোগ উঠেছে। দক্ষিণ খাদিমপুর এলাকায় সিপিডাব্লুডি অফিস ৬১নং বুথ-এ ইভিএম মেশিন খারাপের জন্য নির্দিষ্ট সময়ে শুরু ভোটগ্রহণ শুরু হয়নি বলে খবর। এদিন ভোট দেওয়ার উৎসাহ নিয়ে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন পড়ে ৬১ নং বুথে। ইভিএম মেশিন খারাপের রিপোর্ট সেক্টর অফিসে পাঠিয়েছে বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। বালুরঘাটের পাশাপাশি রায়গঞ্জের গোয়ালপুকুর, ডালখোলা ১ সহ আরও কয়েকটি জায়গায় দীর্ঘক্ষণ ধরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকলেও ইভিএমের গন্ডগোলের কারণে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস।




 
 
 
 



































































































































