এসএসকেএমের পর এবার এনআরএস। রাজ্যের দ্বিতীয় হাসপাতাল হিসেবে এবার এনআরএসেও মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার সম্ভব। সম্প্রতি বারাকপুরের জনৈক পরিতোষ সরকারের মস্তিষ্কে তেমনই জটিল অস্ত্রোপচার হল এনআরএসের নিউরো সার্জারি বিভাগে। ২ সপ্তাহ আগে শহরের বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোম ঘুরে ৪২ বছরের পরিতোষকে অচেতন অবস্থায় এনআরএসের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সিটি আঞ্জিওগ্রাম করে জানা যায়, পরিতোষবাবুর মাথার পিছন দিকে বেসিলারি ধমনী ছিঁড়ে না গেলেও বেলুনের মতো ফুলে রয়েছে। স্নায়ু বিশেষজ্ঞদের কথায়, মস্তিষ্কের এই স্পর্শকাতর অংশে সামান্য সমস্যা হলেই মাথায় অসহ্য যন্ত্রণা হয়। অর্থাৎ এই অংশেই বেসিলারি টপ আনিরিউজম। এঞ্জিওপ্লাস্টির মতো ডান পায়ের কুঁচকি দিয়ে ক্যাথিটার ঢুকিয়ে মস্তিষ্কের ওই অংশে কয়েলিং করে রোগীকে বাঁচিয়ে তোলেন এনআরএসের নিউরোসার্জারি অধ্যাপক ডা.পার্থপ্রতিম দত্ত এবং ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট জ্যোতিষ রায়।
আরও পড়ুন- বিতর্ক নিয়ে ৮৮ লোকসভা কেন্দ্রে শুক্রবার দ্বিতীয় দফার ভোট





































































































































