রাত পোহালে চলতি লোকসভা নির্বাচনে (Loksabha Election) রাজ্যে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। এই পর্বে উত্তরের তিন কেন্দ্র দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে ভোট গ্রহণ। তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভোটে থাকছে বিশেষ চমক!


এবার রায়গঞ্জের প্রতিটি বুথে থাকবে ২টি করে ব্যালট ইউনিট, দুটি করে ইভিএম। রায়গঞ্জে এবার মোট ২০ জন প্রার্থী। একজন মহিলা আর বাকি সব পুরুষ। সাধারণত কোনও কেন্দ্রে ১৬ জনের বেশি প্রার্থী হলে দুটি করে ব্যালট ইউনিট থাকে। তাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সব বুথেই দুটি করে ব্যালট ইউনিট থাকবে। অর্থাৎ ভোটারদের দুটো করে ব্যালট ইউনিট দেওয়া হবে।
এদিকে রাজ্যে চতুর্থ দফায় ভোটে রেকর্ড সংখ্যক বাহিনী! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৭৫০ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন। সূত্রের খবর তেমনই। রাজ্যে চতুর্থ দফায় ১৩ মে ভোট হবে ৮ কেন্দ্রে। কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুর। সেক্ষেত্রে স্পর্শকাতর বুথের সংখ্যা অনেক বেশি হবে বলেই মনে করছে কমিশন।










































































































































