আগামী ৯ মে থেকে শুরু হচ্ছে হজযাত্রা। এই পুণ্যযাত্রার জন্য প্রয়োজন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আর তাই স্বাস্থ্য দফতরের উদ্যোগে ও ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সহযোগিতায় ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ সাব-ডিভিশনের প্রায় ১৬৭ জন হজযাত্রীর জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত শকুল। বুধবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে একটি ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়, সেখানে পুরুষ-মহিলা মিলিয়ে মোট ১৬৭ জন হজযাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়।

মূলত তিন ধরনের ভ্যাকসিন দেওয়া হয় হজযাত্রীদের। এর মধ্যে রয়েছে মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ও পোলিও ভ্যাকসিন। এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাঃ সোনালী দাস, ডেপুটি সিএমও ডাঃ আকবর হোসেন। ভ্যাকসিনেশনের পাশাপাশি হজযাত্রীদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও তুলে দেওয়া হয় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফে। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ও সুস্থভাবে এই পুণ্যযাত্রা করতে পারে, তার জন্য রাজ্য সরকার প্রতিবারই হজযাত্রীদের থাকে। এবার তাঁদের পাশে দাঁড়িয়েছে স্বাস্থ্য দফতরও। হজযাত্রীরাও স্বাস্থ্য দফতরের এই ব্যবস্থাপনায় খুশি বলে জানিয়েছেন।
আরও পড়ুন- তীব্র গরমে বক্তৃতার মধ্যেই সংজ্ঞাহীন নীতীন! উদ্বেগ প্রকাশ করে সুস্থতা কামনা মমতার





































































































































