নির্বাচনের পরে ইভিএম সংরক্ষিত রাখার স্ট্রংরুমের পাহারাদারিতে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের (central force) পাশাপাশি রাজনৈতিক দলগুলিও থাকতে পারবে। স্ট্রং রুম (strong room) নিয়ে বহু অভিযোগ প্রতিটি নির্বাচনেই হয়ে থাকে। নির্বাচন প্রক্রিয়ায় সেই সম্ভাবনার নিরসন করতেই স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে কমিশনের নিরাপত্তা বলয়ের বাইরে পাহারা দেওয়ার অনুমতি দিয়েছে কমিশন। তবে সেক্ষেত্রে বেশ কিছু নিয়মও লাগু করা হয়েছে।

স্ট্রং রুমের বাইরে রীতিমত ক্যাম্প করে ২৪ ঘণ্টা পাহারায় থাকতে পারবে রাজনৈতিক দলগুলি। স্ট্রং রুমে নজরদারি চালানো সিসিটিভি নজরদারির ঘরেও প্রবেশের অনুমতি থাকছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের। প্রার্থী ও তাঁর এজেন্টরা (agent) নজরদারি চালাতে পারবেন। প্রতিদিনের স্ট্রং রুমের পরিস্থিতি নিয়ে রিটার্নিং অফিসারকে (Returning Officer) রিপোর্টও জমা দিতে পারবে রাজনৈতিক দলগুলি। পাশাপাশি প্রতিটি স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকছে এক প্ল্য়াটুন (platoon) কেন্দ্রীয় বাহিনী।

এর আগেও বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলিকে স্ট্রং রুম পাহারায় অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বেসরকারি নিরাপত্তা রক্ষী দিয়েও স্ট্রং রুম পাহারা দিতে দেখা গিয়েছে কংগ্রেস-বিজেপিকে। কোনও ধরনের বিতর্ক ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই কমিশন এবার নতুন এই সিদ্ধান্ত নিল।










































































































































