শুক্রবার বেপরোয়া গাড়ির ধাক্কায় কাঁকুড়গাছির বেঙ্গল কেমিক্যালের উল্টোদিকে গুরুতর আহত হয় দুই শিশু সহ তিনজন। তার মধ্যে এক শিশুর মৃত্যু হল শনিবার। শুক্রবার দুর্ঘটনার সময় থেকেই এলাকার মানুষ গাড়ির চালকের উপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন। শনিবার সকালে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ফের বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বেপরোয়া গাড়ি চালিয়ে একটি চারচাকা গাড়ি বেঙ্গল কেমিক্যালের উল্টোদিকের ফুটপাথের রেলিং ভেঙে উঠে পড়ে। একটি শিশু গাড়ির তলায় চলে যায়। অন্য একটি শিশু ছিটকে পড়ে। শনিবার সকালে অঙ্কিত সাউ নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়। সেই খবর এলাকায় পৌঁছতেই বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পর দুটি শিশুর অবস্থাই ছিল আশঙ্কাজনক। অন্য এক শিশু রিয়া ঘোষ এখনও বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার বয়সও ছয় বছর।

শুক্রবারের ঘটনার পরই ঘাতক গাড়ির চালক অভিষেক সুলতানিয়াকে গ্রেফতার করে পুলিশ। দুর্ঘটনার সময় তার চোখ বুজে আসায় এত বড় ঘটনা ঘটেছিল বলে পুলিশের তদন্তে সে জানিয়েছে। শনিবার শিশু মৃত্যুতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এলাকায় শোকের ছায়া নেমে আসে।










































































































































