ডাউন ব্যান্ডেল (Bandel) লোকালে আচমকাই আগুন আতঙ্ক! শনিবার সকালে আচমকা এমন দূর্ঘটনার জেরে চুঁচুড়া স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকার পর শেষমেশ ট্রেনটিকে (Train) ফের ব্যান্ডেল স্টেশনে ফিরিয়ে আনা হয়। পূর্ব রেল সূত্রে খবর, ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল (Bandel Howrah Local) ব্যান্ডেল স্টেশন ছাড়ে সকাল ৮.২৮ মিনিটে। ট্রেনটি চুঁচুড়ার দু’নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ৮.৩৪ মিনিটে। এরপরই ট্রেনের চালক দেখতে পান ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপরই ট্রেন দাঁড় করিয়ে দেন তিনি। পাশাপাশি বিষয়টি নজরে আসতেই যাত্রীরা নেমে পড়েন অনেকেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেনটিকে ব্যান্ডেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।


পরে চুঁচুড়া থেকে যাত্রীরা অন্য ট্রেন ধরে গন্তব্যে রওনা দেন। যদিও ব্রেক বাইন্ডিং এর ফলে ধোঁয়া বেরোয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের তরফে জানানো হয় সমস্যা হয়েছিল। কিছু সময়ের মধ্যেই তা ঠিক করা হয়। তবে সামান্য সময়ের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। পাশাপাশি যাত্রীদের অভিযোগ, ব্যান্ডেলে এদিন সকালের ৮টা ২৮-এর ট্রেনে আচমকাই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই ট্রেনের যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। ট্রেন ১৫ মিনিট মতো আটকে থাকার পর সেটিকে ব্যান্ডেল স্টেশনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।









































































































































