জোর কদমে তখন চলছে পথসভা। আচমকা বিপত্তি! অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের পথসভা চলাকালীন অস্থায়ী মঞ্চ ভেঙে পড়ে। ঘটনা মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর ঝাউতলার। দেবের পথসভার জন্য তৈরি করা হয়েছিল একটি মঞ্চ। দেব সেখানে আসতেই উপচে পড়ে লোক। তাঁকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের আশপাশেও ব্যাপক জমায়েত হতে থাকে। আর দেব মঞ্চে পা রাখতে যেন বাঁধ ভেঙে যায় জনতার। দেবকে দেখতে মঞ্চে উঠে পড়েন মানুষ। আর সেই ভার নিতে না পেরে ভেঙে পড়ে অস্থায়ী মঞ্চটি। দেব বেসামাল হতেই তাঁকে ধরে সঙ্গে সঙ্গে নেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা।

অন্যদিকে, আচমকা মঞ্চ ভেঙে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে সাময়িক আতঙ্কিত হয়ে পড়েন। যদিও ঘটনা স্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে মঞ্চ ভাঙার ঘটনায় কেউ বিশেষ আঘাত পাননি বলেই জানা গিয়েছে। দেবেরও চোট লাগেনি।
আরও পড়ুন- তাপপ্রবাহের আবহেই বন্যা নিয়ন্ত্রণের আগাম প্রস্তুতি শুরু রাজ্যের









































































































































