হার্দিক পাণ্ডিয়াকে এক হাত নিয়ে এবার রোহিত শর্মার পাশে দাঁড়ালেন মহাম্মদ শামি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের মুখ দেখে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই ম্যাচে শতরান করেন রোহিত শর্মা। এরপরই শামি রোহিতের পাশে দাঁড়িয়ে এক হাত নেন হার্দিককে। মুম্বইয়ের হারের জন্য হার্দিককে দায়ী করেছেন শামি। চলতি আইপিএল-এ খেলছেন না শামি।

মুম্বই ম্যাচের পর শামি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন , “ রোহিত ভাই খুব ভাল ব্যাট করেছে। চেন্নাইয়ের বিরুদ্ধে একাই লড়াই করেছে। কিন্তু ও পাশে কাউকে পায়নি। আরও কেউ যদি একটু ভাল ব্যাট করত তাহলে মুম্বই ম্যাচ জিততেও পারত। রোহিত ভাই শতরান করে খেলেছে। ও একাই আর কত করবে।”

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছেন রোহিত।
আরও পড়ুন- লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়ে কী বললেন বাগান ফুটবলাররা?








































































































































