দামেস্কে ইজরায়েলি দূতাবাসে হামলার মাধ্যমে প্রতিশোধ নিল ইরান। প্রতিশোধ হিসেবে ইরান রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলের ওপর হামলা চালায়। ইরান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলের ওপর 300 টির বেশি হামলা চালিয়েছে। কিন্তু ইজরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা ইরানের ৯৯ % হামলা ব্যর্থ করেছে। এর প্রায় সব ড্রোন এবং মিসাইল গুলি করে ধ্বংস করা হয়েছে।এর পরও ইরান ইজরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান সফল বলে ঘোষণা করেছে। ইজরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এই হামলার পর আমেরিকা থেকে লেবাননে আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ, ইরান আমেরিকার পাশাপাশি ইজরায়েলকেও সতর্ক করেছে।
ইজরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) বলেছে যে তারা ইরানের ছোঁড়া প্রায় ৯৯ শতাংশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করে ফেলেছে। ইজরায়েলের বাইরে ১৭০টি ইউএভি গুলি করা হয়েছিল। ৩০ টি ক্রুজ মিসাইলের একটিও ইজরায়েলের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। নিহত হয়েছে ২৫জন। ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে কিছু নেভাটিম এয়ারবেস এবং ইজরায়েলি এয়ার ডিফেন্সে প্রবেশ করেছে। আইডিএফ স্বীকার করেছে যে এটি সামান্য ক্ষতি করেছে।
ইজরায়েল ও জর্ডানের আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে।ইজরায়েলকে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।হামলার পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এই সময়, বাইডেন বলেছিলেন যে আমেরিকা ইজরায়েলের সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইজরায়েলের প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সংযত হওয়া উচিত। তিনি আরও বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না।
ইজরায়েলের ওপর ইরানের হামলার সময়, মার্কিন বাহিনী ৭০ টিরও বেশি কামিকাজে ইউএভি এবং কমপক্ষে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে।প্রায় ৫ ঘণ্টা ধরে ইজরায়েলে হামলা চালায় ইরান।অন্যদিকে ইজরায়েলে দ্রুত হামলার পর ইরান বলেছে, আমাদের অভিযান সফল হয়েছে। আমরা এই অপারেশনটিকে সম্পূর্ণ ফলাফল হিসাবে দেখি এবং অপারেশন চালিয়ে যাওয়ার কোনও ইচ্ছা আমাদের নেই৷ এই অপারেশনের সবচেয়ে বড় কারণ ছিল ইহুদিবাদী শাসকগোষ্ঠী ইরানের রেড লাইন অতিক্রম করেছে। কিন্তু ইহুদিবাদী শাসক যদি আমাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় তাহলে আমাদের পরবর্তী অভিযান হবে অনেক বড়।








































































































































