মঙ্গলবার জনসভা-রোড শো অভিষেকের

0
5

জনগণের গর্জনে বাংলা বিরোধীদের বিসর্জন হবেই! লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। জোরকদমে চলছে প্রচার। তৃণমূল নেতাদের জনসভায় জনজোয়ার। এবার ফের ১৬ এপ্রিল কোচবিহারে জনসভা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামিকাল তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনে আলিপুরদুয়ারে রোড শো করবেন অভিষেক।

মঙ্গলবার কোচবিহার লোকসভা কেন্দ্রে গোপালপুর ছাগলবেড় চৌপথি পার্শ্বস্থ ময়দানে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে জনসভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কলেজ হল্ট থেকে আলুপুরদুয়ার চৌপথি পর্যন্ত প্রকাশ চিকের সমর্থনে রোড শো করবেন অভিষেক।