এবার সন্দেশখালি ইস্যুতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন কৃষক নেতা রাকেশ টিকাইত। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতেই সন্দেশখালি ইস্যু নিয়ে বাড়াবাড়ি করছে বিজেপি। কৃষকদের জমি জবরদখল, নারী নির্যাতন নিয়ে রং চড়িয়ে বাংলার সন্দেশখালি ইস্যু জাতীয় স্তরে পৌঁছে দিয়েছে বিজেপি।

লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যু নিয়ে মুখ খুললেন ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। তিনি বলেন, “মমতাকে টার্গেট করতেই সন্দেশখালি নিয়ে প্রচার করছে বিজেপি।”

সন্দেশখালিতে কৃষকদের জমি দখল করে নিচ্ছে তৃণমূল। বিজেপির এমনঅভিযোগ নিয়ে রাকেশ টিকাইত বলেন, “ওখানে বিরোধী দল ক্ষমতায় রয়েছে। তাই বিজেপি প্রচার করছে। বাংলা এখন টার্গেট। পাঞ্জাব টার্গেট, দিল্লি টার্গেট। যেখানেই বিরোধী দল ক্ষমতায় রয়েছে, সেখানেই তাদের নিশানা করছে বিজেপি। সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। যেদিন মুখ্যমন্ত্রী লিবেরাল হয়ে যাবেন, সেদিন পরিস্থিতিও ঠিক হয়ে যাবে।”








































































































































