হাতুড়ি দিয়ে লিভ-ইন পার্টনারকে খুন (Live in partner murder case in Nagpur)করে আত্মঘাতী হলেন ৩০ বছরের যুবক। নাগপুরের ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মঘাতী শচীন বিনোদকুমার রাউত (Sachin Vinod Kumar Raut)নিজের ৩ বছরের শিশু সন্তানকে গলা টিপে বা বিষ খাইয়ে হত্যা করেছেন বলেও অভিযোগ উঠেছে। কেন এই কাণ্ড, তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৯ বছরের নাজনিন ও তিন বছরের সন্তান ‘যুগ’কে (Yug) নিয়ে নাগপুরের গোল্ডেন কী হোটেলে উঠেছিলেন শচীন। শনিবার সন্ধ্যায় রুমে তিনজনের দেহ উদ্ধার করা হয়। তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন শচীন বলেই প্রাথমিক অনুমান । অন্যদিকে নাজনিন পড়েছিলেন রক্তাক্ত অবস্থায়। তাঁর মাথায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে।কিন্তু শিশুপুত্রের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। আত্মঘাতী যুবক পেশায় ট্রাক চালক। তিনি আগেই বিয়ে করেছিলেন।তবে স্ত্রীর সঙ্গে ডিভোর্স না করেই নাজনিনের সঙ্গে থাকতে শুরু করেন তিনি। সম্প্রতি তাঁদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। শেষপর্যন্ত দুজনে ৫০০ টাকার স্টাম্প পেপারে চুক্তি করেন যে এবার থেকে আলাদা থাকবেন। এর পরই শনিবার তাঁরা হোটেলে ওঠেন। তারপরই এই মর্মান্তিক কাণ্ড। কেন শিশুপুত্রকে মেরে ফেলা হল বা গোটা ঘটনায় অন্য কেউ জড়িত কীনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে নাগপুর পুলিশ।









































































































































