লোকসভা নির্বাচনের পর বদলে যাচ্ছে ভারতীয় রেলের (Indian Railways) গতিবিধি। বন্ধ হতে চলেছে দ্রুতগামী শতাব্দী এক্সপ্রেস (Shatabdi express)। বন্ধ ভারতের মতো সেমি হাইস্পিড ট্রেনের পাশে নিজের যোগ্যতা প্রমাণ করতে না পারার খেসারত দেবে এই ট্রেন। ভারতীয় রেল সূত্রে খবর এই মুহূর্তে বিভিন্ন রেল ট্র্যাক ও স্টেশনের মান উন্নয়নের কাজ চলছে। লক্ষ্য আগামী ২ বছরের মধ্যে বুলেট ট্রেন চালানো। রেলের সর্বাধিক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই ট্রেনের স্লিপার ক্লাস শুরুর ভাবনা চিন্তা রয়েছে। সে ক্ষেত্রে হয়তো বাতিল হয়ে যেতে পারে শতাব্দী এক্সপ্রেস।

লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরই মে-জুন মাস থেকে বন্দেভারত এক্সপ্রেসে বড় পরিবর্তন আসছে। এতদিন পর্যন্ত সেমি হাই স্পিড এই ট্রেনে শুধুমাত্র চেয়ার কারে যাতায়াত করা যেত। চলতি বছরের মাঝামাঝি থেকেই স্লিপার ক্লাস চালু করার কথা জানিয়েছেন স্বয়ং রেলমন্ত্রী। এর ফলে রাতে বন্দেভারত চালাতে আর কোনও অসুবিধা হবে না। সে কোপ পড়তে পারে শতাব্দী এক্সপ্রেসের ওপর। তবে রাজধানী এক্সপ্রেস হয়তো সম্পূর্ণ বন্ধ না করে, আংশিকভাবে চালানো হবে। সেক্ষেত্রে বন্দেভারতের স্লিপার ক্লাসের সঙ্গে সমান্তরাল ভাবে এই ট্রেন চলবে।








































































































































