এনআইএ এবং বিজেপির মধ্যে আঁতাঁত লক্ষ্য করুন- ভূপতিনগর নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এনআইয়ের সঙ্গে মিলে বাংলায় ষড়যন্ত্র করছে BJP। পর্দা ফাঁস করেছে তৃণমূল (TMC)। বিজেপির কথা মতো ভূপতিনগর থেকে তৃণমূল নেতাদের গ্রেফতারের ছক কষেছিলেন NIA-এর SP। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীব্র আক্রমণ করলেন অভিষেক
রবিবার নিজেরি এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “এনআইএ এবং বিজেপির মধ্যে আঁতাঁত দেখুন। নির্বাচনী আচরণ বিধির মধ্যেই তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই যোগসাজশ অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু খেলা নিশ্চিত করতে নীরব রয়েছে। নিরপেক্ষ থাকার দায়িত্বে অবহেলা করছে।“
Experience the unfolding ALLIANCE BETWEEN the @NIA_India and @BJP4Bengal , ORCHESTRATING CONSPIRACIES AGAINST TRINAMOOL leaders amid the Model Code of Conduct. While this collusion persists, the ECI stands by, conspicuously silent, neglecting its duty to ensure fair play.
?????? https://t.co/ROKRSVgGXG
— Abhishek Banerjee (@abhishekaitc) April 7, 2024
আরও পড়ুন: মোদির লোকসভা কেন্দ্র থেকে উদ্ধার নাড্ডার স্ত্রীর চুরি যাওয়া গাড়ি!
রাজনৈতিকভাবে লড়তে না পেরে মাঠ ফাঁকা করতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে গেরুয়া শিবির। এনআইএ-কে দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতারের ছক কষেছে গেরুয়া শিবির। এই অভিযোগে এদিন তুলোধনা করেন তৃণমূল। তারপরই এই বিষয় নিয়ে বিজেপি-এনআইএ-এর যৌথ চক্রান্ত নিয়ে তীব্র আক্রমণ করলেন অভিষেক।