লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের এককাট্টা হয়ে লড়াইয়ে বার্তা দিতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, মালদহ উত্তর ও দক্ষিণ কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মালদহের ২ কেন্দ্রেই অত্যন্ত ভালো ব্যবধানে তাঁরা জিতবেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান অভিষেক।


ডায়মন্ড হারবার, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, বীরভূম, ঝাড়গ্রামের পরে এবার দুই মালদহের (Maldah) দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অভিষেক (Abhishek Banerjee)। বৈঠকে ছিলেন মুর্শিদাবাদেরও কয়েকজন নেতা। কারণ সামশেরগঞ্জটা এই কেন্দ্রের মধ্যে পড়ে। শুক্রবার, দুপুরে যখন অভিষেক সেখানে পৌঁছন। সেখানে মালদহ উত্তর, দক্ষিণ লোকসভার প্রার্থীরা, নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন সামশেরগঞ্জের প্রতিনিধিরাও। গত লোকসভা নির্বাচনে মালদহ উত্তর কেন্দ্র যায় বিজেপির দখলে। দক্ষিণে জেতেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। কিন্তু ২০২১-এ এই এলাকায় ভালো ফল করে তৃণমূল। এদিনের বৈঠকে অভিষেক দলীয় নেতৃত্বকে সেই জয়ের ধারা অব্যাহত রাখার নির্দেশ দেন।

তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে মালদহের দুটি কেন্দ্রে। অভিষেক বলেন, গত বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে ভালো ফল করেছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এলাকায় উন্নয়ন করেছেন, তাতে এবার মালদহের ২ কেন্দ্রেই বিপুল ভোটে জিতবে তৃণমূল। অভিষেক জানান, ব্লক ভিত্তিক আলোচনা হয়েছে। লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়।
সাংবাদিক বৈঠক চলার সময়ই অসুস্থ হয়ে পড়েন সাবিত্রী মিত্র। তড়িঘড়ি সাংবাদিক বৈঠক বন্ধ করে ছুটে যান অভিষেক। বর্তমানে সাবিত্রীর অবস্থা স্থিতিশীল।









































































































































