নির্বাচন যত এগিয়ে আসছে গোটা দেশের বিজেপি বিরোধী দলগুলির উপর কেন্দ্রীয় এজেন্সির চাপ বাড়ানোর প্রবণতা তত বাড়ছে। একদিকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের জেলে ঢোকানো হচ্ছে ইডি (ED)-কে কাজে লাগিয়ে। অন্যদিকে এই রাজ্যেও ইডি-র চক্রপাকে কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এবার আর্থিক তছরুপের মামলা শুরু করল ইডি।

মঙ্গলবার নতুন করে মামলা শুরু করল ইডি। বৈদেশিক মুদ্রা আদান প্রদান (foreign exchange), বিদেশে থাকা ব্যক্তির (NRE) সঙ্গে আর্থিক আদানপ্রদান ও তার সূত্র সংক্রান্ত প্রশ্ন থেকে নতুন মামলা শুরু করে দেওয়া হল নির্বাচনের আগেই। সংসদে প্রশ্নের বদলে অর্থ সংক্রান্ত যে মামলা ইডি তাঁর বিরুদ্ধে চালাচ্ছে সেই মামলাতেই এর আগে মহুয়া এই অভিযোগগুলিতে তাঁর কোনও ভুল পথ অবলম্বন করার কথা অস্বীকার করেছিলেন। সেই সব সূত্রে তাঁকে প্যাঁচে ফেলতে না পেরে এবার নতুন মামলা শুরু ইডির।

ইতিমধ্যেই বিজেপির কৃষ্ণনগর (Krishnanagar) কেন্দ্রের প্রার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনে কথোপকথন নিয়ে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। ওই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়ার সমর্থনে যে জনসভা করেন তাতে ব্যাপক উন্মাদনা নজরে আসে। এরপরই কী ভয় পেয়েই মহুয়াকে নতুন মামলায় জড়ানোর পরিকল্পনা ইডির, প্রশ্ন রাজনৈতিক মহলের।








































































































































