লোকসভা ভোটের মুখে অসম থেকে এই রাজ্যে প্রবেশ করার মুখে অসম বাংলা সীমান্তবর্তী পাকড়িগুড়িতে উদ্ধার নগদ ১০ লক্ষ টাকা। অসম থেকে বাংলায় প্রবেশের মুখে একটি টুরিস্ট বাস থেকে এই টাকা উদ্ধার করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশের বিশেষ বাহিনী।
রবিবার অসম-বাংলা সীমানার বারোবিশা পুলিশ ফাঁড়ির পাকড়িগুড়ি নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময়, অসম থেকে শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী টুরিস্ট বাসে প্লাস্টিকের বাগে মুড়ে রাখা ১০ লক্ষ টাকা উদ্ধার হয়। তবে ঠিক কী উদ্দেশ্যে ওই টাকা অসম থেকে বাংলায় আনা হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যদিও ওই ব্যক্তির নাম পরিচয় এই মুহূর্তে গোপন রাখা হয়েছে । এই বিপুল পরিমাণ টাকার বিষয়ে বিশদে খোঁজখবর করতে আয়কর দফতরের সাহায্য চেয়েছে জেলা পুলিশ। জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী বলেন, অন্তরাজ্যে সীমানায় তল্লাশিতে ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।










































































































































