কারো ‘কথায়’ না, রাজ্যপালদের সংবিধান পালনের বার্তা সুপ্রিম কোর্টের বিচারপতির

0
3

দেশের একাধিক রাজ্যের রাজ্যপালরা সংবিধান নয়, অন্য কারো কথা মেনে দায়িত্ব পালন করছেন। একাধিক রাজ্যের রাজ্যপালদের উদাহরণ তুলে তীব্র আক্রমণ সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্নার। অনেক রাজ্যপালের বিভিন্ন মামলায় জড়িয়ে পড়ার ঘটনার প্রসঙ্গ টেনে তাঁদের সাংবিধানিক দায়িত্ব মনে করিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। রাজ্যপাল সংবিধান না মেনে কারো বলে দেওয়া পথে দায়িত্ব পালন করার তীব্র বিরোধিতা করেন বিচারপতি নাগরত্না।

একটি আইন কলেজের একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্না মহারাষ্ট্র ও পাঞ্জাবের দুটি মামলা উল্লেখ করে বলেন মন্ত্রিসভার পাশ করা বিল আটকে রেখে মামলায় জড়িয়ে পড়ার সাম্প্রতিক প্রবণতা খুব বেশি দেখা গিয়েছে। তিনি বলেন, “আমি মনে করি এটা কোনও স্বাস্থ্যকর প্রবণতা নয় যে কোনও রাজ্যের রাজ্যপালের নেওয়া বা বাতিল করা পদক্ষেপ আইনের সামনে এসে পড়ছে। আমার মনে হয় রাজভবনের দফতরগুলিকে আমার মনে করিয়ে দেওয়া প্রয়োজন এটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। তাহলে আইনের দরবারে এই ধরনের মামলা কমবে।”

তবে রাজ্যপালদের মামলায় জড়িয়ে পড়ার প্রবণতার থেকেও তিনি বেশি সমালোচনা করেন রাজ্যপালের কাজ সংবিধানের থেকে অন্য কারো দ্বারা প্রভাবিত হওয়ার ঘটনায়। তিনি বলেন, “একজন রাজ্যপালের কাছে এটা ভীষণ লজ্জার যে তাঁকে কী করতে হবে আর কী করতে হবে না সেটা বলে দেওয়া হয়। অতঃপর এখন সময় এসে গিয়েছে যখন আমার মনে হয়, রাজ্যপালদের সংবিধান মেনে নিজেদের দায়িত্ব পালন করা উচিত।”