জয়ের ধারা অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। এদিন আইপিএল-এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারালো এত উইকেটে। কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস খলেন ভেঙ্কটেস আইয়র। অর্ধশতরান করেন তিনি। ব্যর্থ গেল কোহলির ৮৩ রান। ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে আরসিবি। ব্যাঙ্গালুরুর হয়ে দুরন্ত ইনিংস খেলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৮৩ রানে অপরাজিত তিনি। এদিনও ব্যাট হাতে ব্যর্থ আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। ৮ রান করেন তিনি। ৩৩ রান করেন ক্যামারুন গ্রীন। ম্যাক্সওয়েল করেন ২৮ রান। দিনেশ কার্তীক করেন ২০ রান। কেকেআরের হয়ে ২ টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং আন্দ্রে রাসেল। একটি উইকেট নেন সুনীল নারিন।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় কেকেআর। কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়র। ৫০ রান করেন তিনি। ৪৭ রান করেন সুনীল নারিন। ৩০ রান করেন ফিলিপ সল্ট। ৩৯ রানে অপরাজিত অধিনায়ক শ্রেয়স আইয়র। আরসিবির হয়ে একটি করে উইকেট নেন যশ দয়াল, ময়ঙ্ক ডাগার এবং বিজয়কুমার।
আরও পড়ুন- মাঠেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর, তবে কি বরফ গললো?







































































































































