কেজরিওয়াল গ্রেফতারি ইস্যুতে জার্মানির পর এবার আসরে আমেরিকা। লোকসভা ভোটের আবগারি দুর্নীতি মামলায় আপাতত ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যাকে কেন্দ্র করে অশান্ত নয়াদিল্লি। এবার কেজরিওয়াল ইস্যুতে ভারতের অস্বস্তি বাড়িয়ে বিশেষ বার্তা দিল আমেরিকা।

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবেদনগুলি পর্যবেক্ষণ করছে এবং ভারত সরকারকে দিল্লির মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতার জন্য ‘একটি ন্যায্য, স্বচ্ছ এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়া’ নিশ্চিত করার পরামর্শ দিচ্ছে। নরেন্দ্র মোদি সরকার মার্কিন বিদেশ দফতরের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। এর আগে সিএএ ইস্যুতেও সরব হয় আমেরিকা।

সম্প্রতি, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে জার্মানির মন্তব্যে অস্বস্তিতে পড়েছিল কেন্দ্রীয় সরকার। জার্মান সরকারের একজন মুখপাত্র শুক্রবার বলেছেন, ‘আমরা অনুমান করি এবং আশা করি যে বিচার বিভাগের স্বাধীনতা এবং মৌলিক গণতান্ত্রিক নীতিগুলির সঙ্গে সম্পর্কিত মানগুলিও এই ক্ষেত্রে প্রয়োগ করা হবে’। এবার ভারতের উপর চাপ বাড়িয়ে আমেরিকা জানিয়েছে, ‘আমরা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জন্য একটি ন্যায্য, স্বচ্ছ এবং সময়োপযোগী বিচার প্রক্রিয়ার আশা রাখি।’
আরও পড়ুন- প্রার্থী নিয়ে দলের অন্দরে চূড়ান্ত ক্ষোভ! ঘরে-বাইরে জেরবার পদ্ম শিবির


































































































































