বসিরহাটের পর পূর্ব বর্ধমানের কাটোয়া। আবারও জনগর্জনের মঞ্চ থেকে জনসমারোহের ছবি দেখানোর চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যারা অভিষেকের সভায় লোক আনতে হিমশিম খাচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছিল, তাদের ফের একবার জনগর্জন সভার জনসুনামির ছবি দেখানোর আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এক শ্রেণির সংবাদ মাধ্যমের অপপ্রচারের জবাব দিয়ে অভিষেক বলেন, মঞ্চে এসে যে কোনও অ্যাঙ্গেলে ছবি তুলুন, দেখান জনগর্জন কাকে বলে! তাঁর স্পষ্ট কথা, মনে রাখবেন, আপনাদের সব আছে, কিন্তু সঙ্গে মানুষ নেই। আর আমাদের কিছুই নেই, আমাদের সঙ্গে মানুষ আছে। যার সঙ্গে মানুষ থাকে, তাকে কোনও অশুভ শক্তি পরাজিত করতে পারে না। বিজেপির মতো অশুভ শক্তিও পরাজিত করতে পারবে না আমাদের।

জলপাইগুড়ি থেকে এক এক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার ৫ জেলায় জনগর্জন সভা হয়েছে। প্রতিটি জনগর্জন সভাতেই নেমেছে জনতার ঢল। ময়দানে তিল ধারণের জায়গা নেই। সভাস্থলের বাইরেও থিক থিক করছে জনতা। এই অবস্থায় অভিষেকের বার্তা, জনগণ তৃণমূলের সঙ্গে আছে। প্রতিটি সভাতেই সেই প্রমাণ মিলছে। জনগর্জন সভায় বিপুল জনসমাগম প্রমাণ করে দিয়েছে, এবার বাংলার সঙ্গে লড়াই বাংলা বিরোধীদের। আর এই লড়াইয়ে বাংলা বিরোধীদের বিসর্জন হবেই। বালার মানুষই বহিরাগত জমিদারদের গণতান্ত্রিকভাবে বিসর্জন দেবে এবারের নির্বাচনে।
আরও পড়ুন- এজেন্সি দিয়ে কেন্দ্রের ক্ষমতার অপপ্রয়োগ: নির্বাচন কমিশনে উদাহরণ পেশ I.N.D.I.A. জোটের


 
 
 
 































































































































