লোকসভা ভোটের আবহে ফের তৃণমূল-রাজভবন সংঘাত।রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ এ রাজ্যের শাসক দলের। লোকসভার রাজভবনের নয়া ‘পোর্টাল’ চালুর বিরোধিতা করে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, রাজ্যপাল বেআইনি ভাবে ভোটের বিষয়ে নাগ গলাতে চাইছেন লোকসভা ভোটে প্রভাব খাটাতে চাইছেন। শুধু তাই নয়, সমান্তরাল নির্বাচন কমিশন পরিচালনার চেষ্টা করছেন।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রচারপর্বও। এরই মাঝে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ‘লোগ সভা পোর্টাল’ নামে একটি পোর্টাল চালু করলেন। রাজ্যপালের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ‘রাজভবন কলকাতা@বেঙ্গল গভর্নর’-এ এই পোর্টাল চালু ও তার কার্যকারিতা সম্পর্কে একটি পোস্ট করা হয়েছে। এ বিষয়ে আলোকপাত করে আজ, শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে এর প্রতিবাদে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয় নির্বাচন কমিশনে।
তবে এই প্রথম নয়। গতবছর পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যপালের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি। সেবার অভিযোগ ছিল, রাজ্যে একটি নির্বাচিত সরকার থাকা সত্বেও রাজভবন থেকে আনন্দ বোস সমান্তরাল সরকার পরিচালনার চেষ্টা করছেন।