বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ প্রাক্তন প্রধান বিচারপতি! একটি আইনের সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বিচারপতিদের দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। কর্মী জীবনে তথ্য প্রমাণ সহ কিছু বিচারপতির ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিলেন, কিন্তু পরিবর্তে তাঁকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এইসব দুর্নীতিবাজ বিচারপতিদের হাত অনেক লম্বা বলেও দাবি করেন মাদ্রাজ ও মেঘালয় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

একটি ঘটনার উল্লেখ করে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন কয়েক জন বিচারপতির বিরুদ্ধে প্রমাণ-সহ দুর্নীতির অভিযোগ লিখিত ভাবে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছিলেন। সেই কারণেই তাঁকে মাদ্রাজ থেকে সরিয়ে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি করে দেওয়া হয়েছিল। তাঁর কথায়, “এই সব দুর্নীতিগ্রস্তদের প্রভাবশালী বন্ধুরা উঁচু উঁচু জায়গায় বসে আছেন। তাঁদের দিয়েই আমাকে মেঘালয়ে বদলি করে শাস্তি দেওয়া হয়েছিল।”
বিচারপতিদের দুর্নীতি এবং প্রমোশন ও বদলিতে স্বজনপোষণের বিরুদ্ধেও সরব হয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ওই বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি বলেন, “যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের দেশ চলছে, সেটি নিয়েও অনেক প্রশ্ন ও আপত্তি রয়েছে। কিন্তু এই ব্যবস্থার পরিবর্তে আর একটি কার্যকর ব্যবস্থা যত দিন উঠে না আসছে, এই নিয়েই চলতে হবে।”
আরও পড়ুন- আজ কাটোয়ায় জনগর্জন সভা অভিষেকের! প্রার্থী শর্মিলার সমর্থনে সারবেন প্রচার







































































































































