মোদির ‘আত্মতুষ্টি’কে কটাক্ষ তৃণমূলের, কমিশন বন্ধ করল ‘বিকশিত ভারত’ বিজ্ঞাপন

0
4

নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার পরেই নরেন্দ্র মোদির হোয়াটঅ্যাপে ‘বিকশিত ভারত’ বিজ্ঞাপন বন্ধ করা হল কমিশনের তরফে। আদতে আত্মতুষ্টি থেকেই এই বিজ্ঞাপন দিচ্ছিল মোদি সরকার, কটাক্ষ করে তৃণমূলের দাবি বিজেপির আত্মতুষ্ট হওয়ার মতো কিছুই হয়নি। বৃহস্পতিবারই এই বিজ্ঞাপন হোয়াটসঅ্যাপে পাঠানো বন্ধ করার নির্দেশ কমিশনের তরফে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রককে দেওয়া হয়।

লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর থেকে ‘বিকশিত ভারত’ নাম দিয়ে সরকারি প্রকল্পের প্রচার চালানো হয় হোয়াটসঅ্যাপে পুশ ম্যাসেজের মাধ্যমে। কমিশনের নির্দেশ অগ্রাহ্য করেই দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে থাকে সেই মেসেজ। এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় জাতীয় নির্বাচন কমিশনে।

কমিশনে অভিযোগ দায়ের করার পরেই হোয়াটসঅ্যাপে এই বিজ্ঞাপন চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তৃণমূলের কটাক্ষ, বিজেপি সরকারের উন্নয়নের ‘গ্যারান্টি’ এতটাই শূন্য যে তা ব্যক্তিগত স্তরে বিজ্ঞাপনের মধ্যে দিয়ে প্রচার করতে হচ্ছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মোদি সরকার কী জানত না নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর এভাবে বিজ্ঞাপন দেওয়া যায় না? কমিশন সঠিক কাজ করেছে। ‘বিকশিত ভারত’ বিজ্ঞাপন দেখলেই বোঝা যায় কোথায় ওরা আত্মতুষ্টিতে ভুগছে। বলছে আত্মতুষ্টির কথা অথচ আত্মতুষ্ট হওয়ার মতো কিছু হয়নি। অর্থাৎ মানুষকে এখনও বুঝিয়ে দিতে হচ্ছে যে ভারত বিকশিত কীভাবে”।