নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, আটক নগদ টাকা-মাদক

0
2

নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পরই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ব্যাপক নাকা চেকিং, ধরপাকড়। চারদিনে কত পরিমাণ বেআইনি অর্থ, মাদক-মদ আটক হয়েছে, বুধবার তার পরিসংখ্যান পেশ করল নির্বাচন কমিশন। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগী এবং ডেপুটি সিইও সুব্রত পাল সাংবাদিক বৈঠকে জানান সব মিলিয়ে ৮১ কোটি ২১ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে কেন্দ্র, রাজ্য ও বিভিন্ন এজেন্সি মিলিয়ে মোট ২৪টি সংস্থা। এর মধ্যে নগদ অর্থের পাশাপাশি বেআইনি মদ ও মাদকও রয়েছে।

এর পাশাপাশি কমিশনের দফতরে বিভিন্ন মাধ্যমে কমিশনের কাছে লক্ষাধিক অভিযোগ জমা পড়েছে। নির্বাচনী আচরণবিধিভঙ্গের অভিযোগের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৭২৬টি। এছাড়াও সিভিজিল মোবাইল অ্যাপে জমা পড়েছে ২৫০ টি অভিযোগ। এই অ্যাপে কেউ কোনও অভিযোগ জানালে কমিশন ১০০ মিনিটের মধ্যে তাঁর সমস্যার সমাধানের চেষ্টা করে। যদিও এই বিপুল পরিমাণ অভিযোগ নিয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্পষ্ট করা হয়নি সাংবাদিক বৈঠকে।