গত কয়েকদিন ধরে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সংশোধিত নাগরিকত্ব আইন (CAA )সংক্রান্ত সব মামলার শুনানি হবে আজ। এক সপ্তাহে একাধিক মামলা করা হয়। রবিবার কেরালা সরকার সর্বশেষ মামলাটি করে। শনিবার সিএএ কার্যকরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court)দ্বারস্থ হন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ বা মিম দলের প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। কংগ্রেসের তরফেও মামলা করা হয়েছে। আজ সুপ্রিম আদালতের কাজ শুরু হতেই প্রথমেই এই ইস্যুতে ফাইল হওয়া সবকটি মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।

বাংলায় CAA নিয়ে সবার আগে বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় সরকারের ভাঁওতাবাজির বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী সরব হতেই ধীরে ধীরে বিভিন্ন রাজ্যেও বিক্ষোভ শুরু হয়। পিনারাই বিজয়নের সরকার ঘোষণা করে তারা রাজ্যে সিএএ কার্যকর করতে দেবে না। আজ দেশের শীর্ষ আদালত কী রায় দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।







































































































































