গতকাল মেয়েদের আইপিএল-এ চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের খেতাব ঘরে তোলে স্মৃতি মান্ধনার দল। আর জয়ের পরই শুভেচ্ছা বার্তায় ভেসে যায় গোটা দল। আরসিবিকে শুভেচ্ছা জানান প্রাক্তন মালিক বিজয় মালিয়া। এই মুহুর্তে দেশের বাইরে তিনি। পলাতক এই শিল্পপতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিততেই স্মৃতি মান্ধানা রিচা ঘোষদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে আগাম বার্তা দেন বিরাট কোহলিদের।

আরসিবি ট্রফি জিততেই বিজয় মালিয়া নিজের টুইটারের লেখেন, “ মহিলাদের আইপিএল জেতায় আরসিবির মহিলা দলকে শুভেচ্ছা। খুব ভাল হয় যদি আরসিবির পুরুষদের দল এবার আইপিএল জেতে। অনেক বছর ধরে এই ট্রফি পাওনা আছে।“
২০০৮ সালে আইপিএলের শুরুতে আরসিবির মালিক ছিলেন বিজয় মালিয়া। আরসিবির হোম ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে মালিয়া ও তাঁর ছেলে সিদ্ধার্থকে প্রায়ই দেখা যেত। ২০১৬ সালে ঋনের দায়ে অভিযুক্ত হন বিজয় মালিয়া। দেশে কোটি কোটি টাকার প্রতারণার দায়ে অভিযুক্ত । গা ঢাকা দেন বিদেশে।
আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস







































































































































