এই নিয়ে নবমবার, দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি সূত্রে খবর আগামী ২১ মার্চ আপ (AAP ) সুপ্রিমোকে হাজিরা দিতে হবে।

আবগারি মামলায় ইডির তলব বারবার এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে উপস্থিত হয়েছিলেন কেজরি। ১৫ হাজার টাকার সিকিউরিটি বন্ডে ও ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। এরপর রবিবার ফের ইডির নোটিশ পেলেন আপ সুপ্রিমো। কেজরিওয়াল বারবার কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয় থাকে ‘বেআইনি’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেছেন। ইতিমধ্যেই ভোটের প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। তাই নবম তলবে সাড়া দেবেন নাকি এড়িয়ে যাবেন তা এখনও স্পষ্ট নয়।







































































































































