নিউমার্কেটে (Newmarket Area) হোটেলের নীচে ৫১ বছরের এক প্রৌঢ়র মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে ব্যস্ত নিউমার্কেটে চত্বরে আচমকাই টাকা নিয়ে বিবাদের জেরেই এমন কাণ্ড ঘটেছে। হোটেলের সামনে থাকা দোকানদারদের কথায় ওই ব্যক্তি অন্ধ। তিনি ভিক্ষা করেন। ওইসময় ঘটনাস্থলে আরও চারজন ছিলেন। প্রাথমিকভাবে টাকার নিয়ে গোলমাল শুরু হয়। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। এর জেরেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ মুন্না। ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লালবাজারের (Lalbazar) হোমিসাইড শাখা তদন্তে নেমেছে।







































































































































