জোট নিয়ে যতই বাম-কংগ্রেস লাফাক না কেন, বঙ্গে এখনও আসনরফা বিশ বাঁও জলে। এই পরিস্থিতিতে কংগ্রেসকে (Congress) ডেডলাইন বেঁধে দিল বামফ্রন্ট। মঙ্গলবারের মধ্যে কংগ্রেস নিজেদের অবস্থান না জানালেন বাংলায় একাই লড়বে বামেরা। সিদ্ধান্ত হয় বামফ্রন্টের (Leftfront) বৈঠকে। এদিকে, মঙ্গলবার, কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে, তাতে বাংলার আসন নিয়ে কোনও উল্লেখ নেই।

সেকুলার ফন্টের জোট সঙ্গী হিসেবে অতিরিক্ত আসন চেয়েছিল আইএসএফ। বৈঠকে সেই দাবিও মানা হয়নি বলে সূত্রের খবর।
ইতিমধ্যেই বাংলার ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল (TMC)। প্রায় অর্ধেক কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপিও। তৃণমূল একা লড়ার সিদ্ধান্ত নেওয়ায় চাপে বাম-কংগ্রেস (Left-Congress)। এখন তাদের মধ্যে আসন সমঝোতাতেও ঢিলেমি করছে কংগ্রেস (Congress)। ফলে বামেরা মরিয়া। মঙ্গলবার পর্যন্ত আলোচনার শুরুর ডেডলাইন দিয়েছে।
এদিকে, কংগ্রেসের সঙ্গে জোটে আসন সমঝোতা নিয়ে সমস্যা করতে পারে বামফ্রন্টের শরিকরা। ফরওয়ার্ড ব্লক ও সিপিআই (CPI) তাদের দাবি থেকে সরবে না। উল্টে ফরওয়ার্ড ব্লক জানিয়ে দিয়েছে, কোনওভাবেই কংগ্রেসের সঙ্গে জোট বা কোনও আসনে কংগ্রেসকে সমর্থন করবে না। কিন্তু জোট চায় সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এখন দিল্লিতে। তিনি ফেরার আগে কংগ্রেস রফা না করলে, সেলিম ফেরার পরেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট।








































































































































