আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। চমকে ভরা এই প্রার্থী তালিকার অন্যতম চমক গোপাল লামা। তাঁকে দার্জিলিং কেন্দ্র থেকে প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি সক্রিয় রাজনীতিতে যোগ দেন অবসরপ্রাপ্ত আমলা গোপাল লামা। বাম জমানার শেষের দিকে ২০০৮-০৯ সালে শিলিগুড়ির মহকুমা শাসক ছিলেন তিনি। এরপরে পর্যটন দফতরের যুগ্ম ডিরেক্টর পদেও ছিলেন গোপাল লামা। পরবর্তীকালে জিটিএ-র পর্যটন দফতরেও যোগ দেন গোপাল লামা।

গোপাল লামার বিরাট প্রশাসনিক অভিজ্ঞতা। গোর্খা না হলেও বিশেষ করে দার্জিলিং জেলার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক। বিভিন্ন স্তরে পরিচিতিও রয়েছে। পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল তাঁর পরামর্শ নিয়ে থাকে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি বৈঠক হয়েছিল। মনে করা হচ্ছে ওই বৈঠক থেকেই মমতা গোপালকে দার্জিলিং আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
আরও পড়ুন- ঝাড়গ্রামে তৃণমূলের মাস্টারস্ট্রোক পদ্মশ্রী কালীপদ সোরেন




































































































































