নীল ছবির জগতের চেনা মুখ জনপ্রিয় অভিনেত্রী সোফিয়া লিওনি (Adult star Sophia Leoni)কোথায়? চলতি মাসের প্রথম দিন থেকেই এই নিয়ে ধোঁয়াশা ছিল। আচমকাই তাঁর উধাও হওয়া নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনে। তবে এবার ফ্ল্যাট থেকে উদ্ধার পর্নস্টারের নিথর দেহ। সূত্রের খবর ১ মার্চ সোফিয়ার দেহ উদ্ধার হলেও তাঁর বাড়ির লোকেরা মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন নি।

পর্নদুনিয়ায় খুব অল্প বয়সেই পা রেখেছিলেন সোফিয়া লিওনি। প্রথমে ন্যুড মডেলিং, তারপর একের পর এক নীল ছবিতে অভিনয় করে আলোচনা আর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। জনপ্রিয়তার শিখরে থাকা অভিনেত্রীর মাত্র ২৬ বছর বয়সে অকালমৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা। সম্প্রতি পুলিশের কাছে সোফিয়ার মৃত্যু নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রীর ভাই। মৃত্যুর কারণ নিয়ে তদন্তে মার্কিন পুলিশ।








































































































































