টাকা নিয়ে বিবাদের জেরে বাগদার সাগরপুর (Sagarpur , Bagda) এলাকায় খুন হন পীযূষ হালদার (Pijush Haldar) নামে ৩০ বছরের যুবক। মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে খুনের কিনারা করল বাগদা থানার পুলিশ (Bagda Police) । পরিবার সূত্রে জানা যায় মৃতের সঙ্গে সঞ্জীব ঘটক (Sanjib Ghatak) নামে এক যুবকের খুব ভাল বন্ধুত্ব ছিল। সঞ্জীব, পীযুষের থেকে টাকা ধার নেন, কিন্তু তা সময়মতো ফেরত দেননি। এরপরই বৃহস্পতিবার রাতে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে সঞ্জীবের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।.

মৃতের বাবা মনোরঞ্জন হালদার ছেলের গলা কাটা দেহ উদ্ধারের পরই সঞ্জীবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। সঞ্জীবের ফাঁসির দাবি করেছে মৃতের পরিবার।








































































































































