রাজনীতির ময়দানে ধাক্কা খাবে অভিজিৎ! দাবি “গুরু” বিকাশের

0
4

ইঙ্গিত আগে থেকেই ছিল। জল্পনা সত্যি করে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দলের নামও জানিয়ে দিলেন। বললেন, ৭ মার্চ বিজেপিতে যোগ দেবেন তিনি। এবং লোকসভা ভোটেও লড়বেন। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন সিদ্ধান্তকে একেবারেই বিচক্ষণ সিদ্ধান্ত বলে মনে করছেন না বিশিষ্ট আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই বিকাশরঞ্জন ভট্টাচার্যকেই “গুরু” সম্বোধন করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দেওয়ার পেছনে তাঁর যুক্তি হিসেবে তিনি বলছেন, যে কোনও শুভবুদ্ধি সম্পন্ন যে কোনও সৎ মানুষের রাজনীতিতে যোগ দেওয়া উচিত। বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল তাই বিজেপিতে যোগ দিলাম। এনিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “ওঁর সঙ্গে আমার পেশাগত ঘনিষ্ঠতা রয়েছে। খারাপ লাগছে এই কারণে, ওঁর যে দুর্নীতির বিরুদ্ধে মিশন তা পূরণ হবে না। ও ধাক্কা খাবে, আহত হবে বলে আশঙ্কা। দেশজুড়ে দুর্নীতিতে লালন করেছে বিজেপি। আমি খানিকটা অবাক হয়েছি। বিজেপির সঙ্গে ওঁর সখ্যতা হওয়ার কোনও সুযোগ ছিল বলে আমার ধারনা ছিল না। ও অবশ্য নিজের মতো ব্যাখ্যা করছে। তবে আবারও বলি এটা না করলেই ভালো হতো। আমি একটা বার্তা দিয়েছিলাম। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নির্দল হিসেবে করলে অনেক বেশি সমর্থন পাবেন। আমরাও সমর্থন করব। যা হোক ওঁর সঙ্গে যোগাযোগ থাকবে।”