বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ মমতাবালার

0
4

বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন মমতাবালা ঠাকুর। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি হিসেবে ইনকাম ট্যাক্স এর ফাইল প্রত্যেক বছর তিনি জমা করেন। এর আগে তার শ্বশুরমশাই প্রমথরঞ্জন ঠাকুর রিটার্ন ফাইল করতেন। তারপর তার স্বামী করতেন, এখন তার উপর দায়িত্ব। শান্তনু ঠাকুর আজ পর্যন্ত কোনওদিন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের হয়ে রিটার্ন ফাইল করেননি বলে তিনি দাবি করেন।

তার অভিযোগ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই একই নামে বন্ধন ব্যাংকে একটি একাউন্ট খোলা হয়েছে। ১ কোটি ৩৪ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা ওই একাউন্টে জমা করেছেন শান্তনু ঠাকুর। এই টাকা নিয়ে সিবিআই ও ইডি তদন্তের দাবি করেন তিনি। মমতাবালা বলেন, পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে । রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যদি বিষয়টি নিয়ে তদন্ত না করে, তবে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানান।

তিনি অভিযোগ করেন, শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নামে ঠাকুর বাড়ির পাশে প্রচুর জমি কেনা হয়েছে। কিন্তু তার স্ত্রী কোনও রোজগার করেন না। পুকুর ভরাট করার নিয়ম না থাকা সত্ত্বেও পুকুর ভরাট করেছেন শান্তনু ঠাকুর। এমনকী, শান্তনু ঠাকুর সাংসদ হওয়ার পর থেকে ঠাকুরবাড়িতে অবৈধ নির্মাণ শুরু হয়েছে। এই কোটি টাকার উৎস কি তা তদন্তের দাবি জানান তিনি। তিনি অভিযোগ করেন , এইমসে চাকরি দেওয়ার নামে যে টাকা তোলা হয়েছে সেই টাকাই ব্যাঙ্কে জমা রাখা হয়েছে।