দেশের প্রথম পশ্চিমবঙ্গের নিট (ইউজি) পরীক্ষার্থীদের জন্য বাংলা মাধ্যমে স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করলো দেশের অগ্রগণ্য প্রতিষ্ঠান আকাশ। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা পড়ুয়াদের নিজেদের ভাষায় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য এ এক অন্যন্য ভাবনা। তাদের ভাবনায় স্পষ্ট ভাবেই উঠে এসেছে ভাষা কোনোদিন বাধা হয়ে উঠতে পারেনা , যাতে ছেলেমেয়েরা আরো ভালোভাবে পড়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে সেটাই তাদের আসল উদ্দেশ্য। দক্ষিণ কলকাতার আকাশ প্রতিষ্ঠানে বাংলা সংস্করণের স্টাডি ম্যাটেরিয়াল আজ উন্মোচন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনা আগারওয়াল, নবীন কার্কি, সুনীল আগারওয়াল ও অন্যান্য বিশিষ্টরা।
ন্যাশনাল একাডেমিক ডিরেক্টর- নিট ডিভিশন নবীন কার্কি বলেন, “বহুদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে বাংলায় কোনো জাতীয় ব্র্যান্ড থেকে উপযুক্ত স্টাডি ম্যাটেরিয়াল এর চাহিদা ছিল কারণ অনেক শিক্ষার্থী বাংলায় নিট (ইউজি) লিখতে পছন্দ করে। ১৯৮৮ সাল থেকে বিদ্যমান আকাশ,এই উদ্যোগটি গুরুত্বের সাথে নিয়েছে। বিশেষজ্ঞ দলের এক বছরের ও বেশি পরিশ্রমের পর, আমরা এটি সম্ভব করতে পেরেছি। আমি নিশ্চিত যে এই উদ্যোগ শিক্ষার্থীদের নিট (ইউজি) প্রস্তুতিতে ব্যাপক অবদান রাখবে।”
গত বছর, পশ্চিমবঙ্গ থেকে ১,০৪,৯২৩ জন শিক্ষার্থী নিট (ইউজি) ২০২৩-এ ফর্ম ফিলাপ করেছিল,যার মধ্যে ৪৩,৮৯০ জন শিক্ষার্থী বাংলা বেছে নিয়েছিলেন। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলায় নিট (ইউজি) লেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ক্রমশ বেড়েছে৷ এমতাবস্থায় এটি কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত এই ধরনের প্রথম উদ্যোগ যা বাংলার নিট (ইউজি) শিক্ষার্থীদের সরাসরি উপকৃত করবে।





































































































































