পণ্যবাহী গাড়ির ভিড় কমাতে বিশেষ পরিকল্পনা রাজ্যের, শীঘ্রই চালু হচ্ছে ‘বার্জ’ পরিষেবা

0
2

যানহবাহনের চাপ কমাতে বিশেষ পরিকল্পনা রাজ্যের। শীঘ্রই শুরু হতে চলেছে বরাহনগর থেকে বড়বাজার সংলগ্ন জগন্নাথ ঘাট হয়ে গার্ডেনরিচ পর্যন্ত বার্জ বা রোরো (রোল অন রোল অব) পরিষেবা। মূলত কলকাতার নিবেদিতা সেতুর ওপর পণ্যবাহী গাড়ির ভিড় কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পরিবহন দফতর জানিয়েছে।

জানা গিয়েছে, বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় হুগলি নদীর জলপথ উন্নয়ন প্রকল্পের অধীনে ওই কাজ হবে। এর ফলে নিবেদিতা সেতু দিয়ে বন্দর অভিমুখে আসা ট্রাক ছাড়াও বন্দর থেকে বড়বাজার পর্যন্ত আসা ট্রাকের চাপ কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে । এ ছাড়া, পূর্ব মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার দূরত্ব কমাতে রায়চক থেকে কুকরাহাটির মধ্যেও রোরো পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে। গঙ্গার উপরে আরও অন্তত চারটি জায়গাতেও এই পরিষেবা শুরু করা হবে।

মঙ্গলবার পরিবহণ দফতরের ময়দান তাঁবুতে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে নদী তীরবর্তী প্রায় ২৫টি পুরসভার পুরপ্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। সেখানে উত্তরে ত্রিবেণী থেকে দক্ষিণে নূরপুর পর্যন্ত অংশে ৪৫টি জেটির নির্মাণ এবং উন্নয়ন পরিকল্পনা ছাড়াও কী ভাবে জলপথ পরিবহণ উন্নত করা হচ্ছে, তার রূপরেখা তুলে ধরা হয়।

পরিবহণমন্ত্রী জানান, পুরসভাগুলির তত্ত্বাবধানে আধুনিক ফেরি পরিষেবা পরিচালিত হবে। তবে, এ ক্ষেত্রে সরকারি নির্দেশিকা তৈরি করা হচ্ছে। এ ছাড়া, পরিকল্পনা মেনে জলপথে আধুনিক ভেসেল পরিষেবা চালু করবে রাজ্য। তার জন্য বাবুঘাটে আধুনিক জেটি ছাড়াও হাওড়া-সহ আরও চারটি টার্মিনাল তৈরি হবে। হাওড়ায় টার্মিনাল তৈরিতে খরচ হবে প্রায় ৯৩ কোটি টাকা। গঙ্গার ধারে বিভিন্ন জেটি লাগোয়া ৫০০ মিটার পর্যন্ত এলাকায় প্রকল্পের আওতায় সৌন্দর্যায়ন করা হবে। আগামী বছর দুয়েকের মধ্যে ওই কাজ সম্পূর্ণ করা হবে।

আরও পড়ুন- রাজ্যের উদ্যোগে খুলছে আরও একটি চটকল, ৫ মার্চ থেকে চালু হচ্ছে ওয়েলিংটন জুটমিল