‘একদম হিরো হতে যেও না’ রবিবার রাঁচিতে চতুর্থ টেস্ট ম্যাচ চলাকালীন এমনভাবেই সরফরাজ খানকে ধমক দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন ঘটে এই ঘটনা। যদিও রোহিতের এই কথা একেবারেই বাধ্য ছেলের মতন মেনে নেন সরফরাজ।
আসলে, ইংল্যান্ড তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। বেন ফোকসের সঙ্গে সেই সময় ক্রিজে লড়াই করছেন শোয়েব বশির। অন্যদিকে দুই প্রান্ত থেকে বোলিং করছেন রবিচন্দ্রন অশ্বিন-কুলদীপ যাদব। সিলি পয়েন্টে ফিল্ডিং ছিলেন সরফরাজ। তবে তাঁর মাথায় ছিলো না কোন হেলমেট। এমনকি অ্যাবডোমেন গার্ডও পরেননি তিনি। এর পাশাপাশি ফিল্ডিং প্যাডও পরা ছিল না। সেই ঘটনা নজরে আসতেই সঙ্গে সঙ্গে সরফরাজের দিকে এগিয়ে যান রোহিত। এরপর সরফরাজকে রোহিত বলেন, “আরে ভাই, বেশি হিরো সাজতে যেয়ো না।”
“Aye bhai, jyada hero nai banne ka (hey, don’t try to be a hero here).”
Rohit to Sarfaraz for not wearing helmet at silly point.
pic.twitter.com/QV6erCdJKB— Cricketopia (@CricketopiaCom) February 25, 2024
সরফরাজ় সঙ্গে সঙ্গে মেনে নেন তিনি ভুল করেছেন । সঙ্গে সঙ্গে মাঠের বাইরে থাকা দলের সতীর্থদের দিকে ইশারা করেন সরফরাজ। কিছুক্ষণ পরেই হেলমেট, অ্যাবডোমেন গার্ড নিয়ে ছুটে আসেন কোনা শ্রীকর ভারত। আর সেই ভিডিও মুহুর্তে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন- চেন্নাইয়ানে বিরুদ্ধে নামার আগে ফের রেফারিং নিয়ে মুখ খুললেন কুয়াদ্রাত, কী বললেন লাল-হলুদ কোচ?