বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা, একাধিক প্রকল্পের প্রাপ্য আটকে রাখা ও বহিরাগতদের বাংলায় অত্যাচার চালানোর প্রতিবাদে ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের (TMC) ‘জনগর্জন সভা’। স্যোশাল মিডিয়ায় পোস্টার পোস্ট করে ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। খেলা হবে- ক্যাপশন লিখে পোস্টারটি পোস্ট করেন অভিষেক। সভার মূল বক্তা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনার বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলার দাবি রাজধানী পর্যন্ত নিয়ে গিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলার ন্যায্য দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর দিল্লির বুকে ধর্না-অবস্থান করেন অভিষেক। কিন্তু তার পরেও ১০০ দিনের কাজের টাকা থেকে শুরু করে, আবাস, গ্রামীণ রাস্তা-সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই বঞ্চনা শুধুমাত্র বাংলার সঙ্গে হচ্ছে। কারণ বাংলার পায়ের তলায় জমি নেই বিজেপির। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে জোরকদমে প্রচার করতে চাইছে বাংলার শাসকদল। এদিন, ১০ মার্চ ‘ব্রিগেড চলো’র ডাক দিয়ে সকাল ১১টা থেকে ‘জনগর্জন সভা’ করার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের স্যোশাল মিডিয়ার পেজে “খেলা হবে”- লিখে পোস্টারটি পোস্ট করেন তিনি।
খেলা হবে। pic.twitter.com/xIRY3t8tKV
— Abhishek Banerjee (@abhishekaitc) February 25, 2024
পাঁচ বছর পরে কলকাতার ব্রিগেডে সমাবেশের ডাক দিল তৃণমূল। ২০১১-এ রাজ্যে ক্ষমতায় আসার পরে ২১ জুলাইয়ের সমাবেশ ব্রিগেডে করেছিল শাসকদল। গত লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেড সমাবেশ হয়। সেখানে বিজেপি বিরোধী নেতাদেরও সমাবেশে নিয়ে আসা হয়। তবে, এবার তৃণমূল একাই ব্রিগেডে সমাবেশ করতে চায়।
আরও পড়ুন: সম্প্রচারিত হবে না মন কি বাত! ১১০ তম পর্বে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদির
শুধু কেন্দ্রের বঞ্চনাই নয়, বহিরাগত জমিদারের অত্যাচারের বিরোধিতায় এই সমাবেশ থেকে তীব্র আওয়াজ তোলা হবে। নাম না করে পোস্টারে বিজেপিকে নিশানা করা হয়। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, এটা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া কোনও সমাবেশ নয়। এই সূচি আগেই ঠিক ছিল। রবিবার, অভিষেক এটা ঘোষণা করলেন। ভোটের আগে মমতা ও অভিষেক কী বার্তা দেন তা শুনতে রেকর্ড জনসমাগম হবে বলে আশা তৃণমূলে নেতৃত্বের।