এমকে ৭৪৯ এয়ার মরিশাস বিমানে (MK 749 on Air Mauritius aircraft)অমানবিক কাণ্ড। বিমানের এসি বিকল, তা সত্বেও প্রায় পাঁচ ঘণ্টা বিমানে বসিয়ে রাখার অভিযোগ যাত্রীদের। অসুস্থ হয়ে পড়লেন ৭৮ বছরের এক ব্যক্তি সহ বেশ কয়েকজন সদ্যোজাত। যদিও বিষয়টি নিয়ে এয়ার মরিশাস কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

সূত্রের খবর, শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ মুম্বই থেকে মরিশাসগামী বিমান ছাড়ার কথা ছিল। সেইমতো রাত ৩ টে ৪৫ মিনিট নাগাদ যাত্রীরা বিমানে উঠে যান। কিন্তু তারপর দেখা যায় যান্ত্রিক গোলযোগের কারণে নির্ধারিত সময়ে বিমান ছাড়েনি। কিন্তু তাই বলে সেইসময় যাত্রীদের বিমান থেকে নামতে দেওয়া হয়নি বলে অভিযোগ।শুধু তাই নয় ৭৮ বছরের এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন , তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এতেও টনক নড়েনি কর্তৃপক্ষের। কয়েকজন সদ্যোজাতও অসুস্থ হয়ে পড়েন বলে খবর। যাত্রীরা বলছেন, অসুস্থ ব্যক্তিকে প্লেনের পিছনে শুয়ে পড়েন তিনি। এই নিয়ে বিষয়টি নিয়ে বিমানবন্দরের হেল্পলাইন নম্বর এবং এয়ার মরিশাসের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি বলেই বিস্ফোরক অভিযোগ বিমান যাত্রীদের।







































































































































