ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা। মাঠেই প্রাণ হারালেন কর্নাটকের ক্রিকেটার হোয়সলা কে। মাত্র ৩৪ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত মারা গেলেন তিনি। দক্ষিণাঞ্চল টুর্নামেন্টে গতকাল তামিলনাড়ুর বিরুদ্ধে খেলছিল কর্নাটক। সেই সময় হৃদরোগে আক্রন্ত হয়ে প্রয়াত হন হোয়সলা।
জানা যাচ্ছে, বেঙ্গালুরুর আরএসআই মাঠে খেলা চলছিল। ম্যাচের শেষে টিম হাডল করার সময় মাটিতে লুটিয়ে পড়েন হোয়সলা। বুকে ব্যথা অনুভব করেন তিনি। মাঠে উপস্থিত চিকিৎসকরা পৌঁছেও যান। কিন্তু, হোয়সলাকে শেষপর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি। মাঠে উপস্থিত অ্যাম্বুল্যান্স করে স্থানীয় বোরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঘরোয়া ক্রিকেটে।

হোয়সলার মৃত্যুতে কর্নাটক সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী দীনেশ গুন্ডু রাও বলেন, “কর্নাটকের উঠতি একজন ক্রিকেটারের মৃত্যুতে আমরা শসোকাহত। জোরে বোলার হোয়সালা একটি প্রতিযোগিতায় খেলছিলেন। ওর পরিবার এবং বন্ধুবান্ধবের প্রতি সমবেদনা। সাম্প্রতিক কালে কম বয়সে অনেকেরই হৃদরোগে মৃত্যুর ঘটনা ঘটছে। শরীরের খেয়াল রাখা কতটা জরুরি সেটা আরও একবার বুঝতে পারলাম আমরা।”
আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস



 
 
 
 


































































































































