বেনিয়মে জিরো টলারেন্স, পুরুলিয়ায় আদিবাসীকে মহিলাকে মারধরে সাসপেন্ড ওসি

0
3

আদিবাসী মহিলাকে মারধরের ঘটনায় পুরুলিয়ার কোটশিলা থানার ওসি তুফান দাঁ-কে সাসপেন্ড করল জেলা পুলিশ। নিরপেক্ষ তদন্তের স্বার্থে প্রথমে ক্লোজ ও পরে সাসপেনশনের সিদ্ধান্ত বলে জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যে কোনও বেনিয়মে জিরো টলারেন্সের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই আদিবাসী মহিলার অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় জেলা পুলিশ।

পুরুলিয়ার কোটশিলা এলাকার বড়রোলা গ্রামে রবিবার বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে যায় পুলিশ বাহিনী। সেখানে বেশ কিছু ঘর থেকে বেআইনি মদ উদ্ধার হয়। একটি বাড়ি থেকে মদ উদ্ধারের পর মহিলাকে গালিগালাজ করে ও মারধর করে বলে অভিযোগ আদিবাসী মহিলার। তিনি থানার দ্বারস্থ হন।

মহিলার অভিযোগ পেয়ে পদক্ষেপ নেয় পুলিশ। ঘটনার তদন্তে নেমে প্রথমেই নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওসি তুফান দাঁ-কে ক্লোজ করা হয়। বুধবার সাসপেন্ড করা হয় তাঁকে।