এক শিখ আইপিএসকে শুভেন্দু অধিকারী ও তাঁর দলবলের “খালিস্তানি” কটাক্ষের আঁচ ক্রমশ তপ্ত হচ্ছে। গতকালের পর আজ বুধবার ফের রাজপথে প্রতিবাদে সামিল শিখ সমাজ। এমজি রোড থেকে সেন্ট্রাল এভিনিউ বিজেপির দফতর মুরলীধর সেন লেন পর্যন্ত শিখদের বিক্ষোভ মিছিল। বিজেপির সদর দফতরের নাগাড়ে ধরনা চলছে। জেলা থেকে শিখ সম্প্রদায়ের মানুষ এসে বিক্ষোভ ভিড় জমাচ্ছেন। তাঁদের দাবি, “মদি-আমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। “
এমনকী এই ঘটনার প্রতিবাদে ট্যুইট করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ”বাংলার এক আইপিএস অফিসারকে বিজেপি নেতা দেশদ্রোহী বলেছেন। যা অত্যন্ত নিন্দনীয়। মনে হয় বিজেপি জানে না দেশকে স্বাধীন করতে এবং তার স্বাধীনতা বজায় রাখতে সবথেকে বেশি আত্মবলিদান পঞ্জাবিরাই দিয়েছে। বিজেপির উচিৎ পঞ্জাবিদের কাছে ক্ষমা চাওয়া।”





































































































































