রিয়াল মাদ্রিদে নাকি যোগ দিতে চলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে । এমনটাই নিজেদের প্রতিবেদনে বলেছে স্প্যানিস মিডিয়া মার্কারের প্রতিবেদনে। তাদের রির্পোট অনুযায়ী, রিয়াল মাদ্রিদে সই করে ফেলেছেন এমবাপে। ২০২৯ পর্যন্ত সই করেছেন বলে জানা যাচ্ছে।

স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদে এমবাপের পিঠে উঠতে চলেছে ১০ নম্বর জার্সি। ১ জুলাই থেকে এমবাপে সরকারি ভাবে রিয়াল মাদ্রিদের ফুটবলার হবেন বলেই প্রতিবেদনে লেখা হয়েছে। যদিও এই নিয়ে এখনও এমবাপে বা রিয়াল মাদ্রিদ কেউ সরকারিভাবে ঘোষণা করেনি। সূত্রের খবর পিএসজি ৭২ মিলিয়ন ইউরো বেতন বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিল এমবাপেকে। সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপাতে চলেছেন।
উল্লেখ্য, গত বছরেই এমবাপে পিএসজির সঙ্গে তাঁর চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই কোনও ট্রান্সফার ফি ছাড়াই নতুন দলে যোগ দেওয়ার সুযোগ ছিল তাঁর কাছে।
আরও পড়ুন- ‘কঠিন সময়ের মধ্যে এসেছে ৫০০ উইকেট’ , অশ্বিনের বাড়ি ফেরা নিয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী


 
 
 
 



































































































































